রাজধানীর ভাটারায় একটি ভাঙারির দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি বলেন, বিকেল ৩টার দিকে রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি ভাঙারির দোকানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
খালেদা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ফরহাদ/অননিউজ