কুমিল্লার মনোহরগঞ্জে 'মনোহরগঞ্জ প্রেসক্লাব' এর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে মনোহরগঞ্জ প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কেক কেটে ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন মনোহরগঞ্জ প্রেসক্লাব এর নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাব এর আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, আব্দুল বাকি মিলন, মুরশিদুর রহমান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুরুন্নবী চৌধুরী সেলিম, সদস্য আলমগীর হোসেন, এম এইচ খবির দুলাল, মাসুদ আলম, মোঃ সাকিব প্রমুখ।
অতীতের ন্যায় আগামী দিনেও সমাজের অসংগতি, জনজীবনের সমস্যা, সংকট ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমে তুলে ধারাবাহিকতা অব্যাহত রাখতে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন মনোহরগঞ্জ প্রেসক্লাব এর নেতৃবৃন্দ।