৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে তিতাস উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী- আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মরহুম বেলায়েত হোসেন সরকারের ২৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্কুল মাঠে প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আয়োজনে পালন করা হয়েছে।
আয়োজনের মধ্য ছিল আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা।
মরহুমের পুত্র, স্কুল সভাপতি ও তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের নেতৃবৃন্দ ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষক মন্ডলী স্মৃতিচারন করে এক আবেগঘন পরিবেশ তৈরি করেন।
আলোচনায় প্রাক্তন ছাত্রদের মধ্যে দু'জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের সাবলীল বক্তব্য প্রদান করেন। স্মৃতিচারন করেন একজন প্রাক্তন ছাত্র ও বর্তমানে পুলিশ সুপার পদের কর্মকর্তা।
দুজন প্রাক্তন ছাত্র/ ছাত্রী প্রাসঙ্গিক কবিতার গহবরে নিয়ে যায় অতিথি এবং শ্রোতাদের।
সভাপতি অসুস্থতার কারনে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কলে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের প্রতি দোয়ার দরখাস্ত পেশ করেন। এছাড়া স্কুল পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারময়ান উপস্থিত ছিলেন। পরে স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া ও মুনাজাত করেন।