মাদক দ্রব্য হেরোইন’সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রসে বজ্ঞিপ্তি।।
র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর এর নেতৃত্বে “পাবনা জেলার সদর থানাধীন কাশিপুর মোড়স্থ জনৈক মোঃ মোস্তফা শেখ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী ০১। মোঃ দুলাল (৩০), পিতা- মোঃ আব্দুল হক, ০২। মোঃ তাইফুর রহমান (৩২), পিতা-মৃত আলতাফ হোসেন, উভয় সাং- মহড়াপুর, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহীদ্বয়’কে গ্রেফতার করে।
গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ২১২ (দুইশত বারো) গ্রাম হেরোইন, মোবাইল ফোন-০২ টি, সমি-০৩ টি, নগদ-১৬৩০/- টাকা সহ উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন তাহাদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।