কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর ব্রিজের পাশ থেকে বাবলু(৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বাবলু উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের ফকিরবাড়ী নিবাসী সবজি বিক্রেতা আবদুল আলিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থতা বোধ করায় সোমবার দিবাগত রাতে নদীতে পরে যায় সে। বিষয়টি মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন গোমতী ব্রিজের মেরামতকারী শ্রমিকদের দৃষ্টিতে পরলে খবর দেওয়া হয় পুলিশে। পরবর্তীতে ওসি ও এসআই মামুন ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় স্থলভাগে নিয়ে আসে।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী বলেন, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।