কুমিল্লায় মুরাদনগরে মাদক পাচারকালে ৩জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারিরা হলো, উপজেলার রাজা চাপিতলার আঃ সোবহানের ছেলে মোঃ বাবু (২৪), মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ বাদল মিয়া (৩৭) ও বাখর নগরে আঃ রহমানের ছেলে মোঃ ইয়াছিন (৪০)। এ্সময় তাদের সাথে বহন করা ১৪০ পিস ইয়াবা উদ্ধার ও বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশি তথ্য মতে, মাদক বিরোধী অভিযান চলাকালে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ রফিকুল ইসলামের ফোর্স অভিযান পরিচালনা করে। মুরাদনগর থানাধীন নবীপুর পশ্চিম ইউনিয়নের বাজারে মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর সন্দেহজনক ভাবে একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। তখন আরোহীদের নিকট হতে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যথাযথ পদক্ষেপের মাধ্যমে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
একে/অননিউজ24