মোল্লাহাটে বুধবার (১৭ আগস্ট) সকাল ১০টায়, উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামাত জোট সারাদেশে সিরিজ বোমা হামলা ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সরকারের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি ও বিভ্রান্তিকর বক্তব্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এ বিক্ষেভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে মধুমতি আবুল খায়ের সেতুর দক্ষিন প্রান্তে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গ- সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগন ও জনপ্রতিনিধি বৃন্দ।