মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা, সমন্বয় কমিটি ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এবং উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সকল সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মিল্টন ও রিনা পারভীন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিল থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, কৃষি অফিসার অনিমেষ বালা, মৎস্য অফিসার আব্দুস সালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ প্রমূখ। মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।