বাগেরহাটের মোল্লাহাটে বুধবার (৮সেপ্টেম্বর) খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে ৪দলীয় রিজিক মিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, অফিসার ইনচার্জ সোমেন দাশ, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও অধ্যক্ষ এল জাকির হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক শিতাংশু সমাজপতি প্রমুখ। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময় এর পুত্র রিজিক মিয়ার নামে আয়োজিত এ টুর্নামেন্ট সার্বিকভাবে তত্ত¡াবধান করেন শেখ সৌরভ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোল্লাহাট ফুটবল একাদশ চিতলমারীর বড়বাড়িয়াকে টাইব্রেকারের মাধ্যমে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় অন্য দুটি দল ছিলো তেরখাদা ও ফকিরহাট ফুটবল একাদশ।