নিজস্ব প্রতিবেদক
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মৎস অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১ ঘটিকার সময় মুন্সেফবাড়ী পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জেলা মৎস কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, সহকারী পরিচালক অশোক কুমার দাশ, উপসহকারী পরিচালক ফয়জুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।