ময়মনসিংহে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১০ জন বরেণ্য শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বরেণ্য শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু।
১০ বরেণ্য শিক্ষকবৃন্দগণ হলেন-ড. শাহাব উদ্দীন মডেল স্কুলে প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লে. কর্ণেল ড. শাহাব উদ্দীন, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ শওকত আলী, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, মাইজবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আশফাক আহমেদ, এ্যাপোলো ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সহ-প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ. আর. এম শামছুর রহমান, রুজেল শিক্ষা পল্লীর অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ন‚রুল আল হাদী রুজেল, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল আলম, পাঠাকাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ বেগম ন‚রুন্নাহার, বকসীগঞ্জ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল আলম, টাঙ্গাইল ম্যাটস্ অব. অধ্যক্ষ, ডা. সিদ্দিকুর রহমান।
সংগঠনের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, বাংলাদেশ কারিগরি অধিদপ্তরের ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক উম্মে আফসারি জহুরা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব অমিত রায়, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মাহবুব আলম, লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ গ্রেটারের পরিচালক সাইফুল আলম ফেরদৌস, শামসুদ্দোহা মাসুম, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সুবর্ণা রানী দেবনাথসহ বিভিন্ন কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সংবর্ধিত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিখ্যাত গায়ক মাইকেল গনি ও উপমা মনমুগ্ধকর সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মতিয়ে তুলেন। সেইসাথে মানস তালুকদারের কোরিয়গ্রাফিতে নাট্যগ্রামের খুদে শিল্পীদের নৃত্য পরিবেশন দর্শকদের মুগ্ধ করে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।