ফেনীর সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের ওয়ালী মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই বাড়ির সিএনজি অঅটোরিকশা চালক মো. সাহাব উদ্দিন গংদের সঙ্গে একই বাড়ির আবু সুফিয়ান গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। দুটি পরিবারের মধ্যে একটি ফৌজধারী মামলা চলমান রয়েছে। রাতে সাহাব উদ্দিন তার মালিকীয় সিএনজি অটোরিকশাটি একই বাড়ির জসিম উদ্দিনের ঘরের সামনে রেখে নিজ ঘরে ভাত খাচ্ছিলেন। এসময় একই বাড়ির আবু সুফিয়ান, কামাল উদ্দিন, মো. জাহেদ হোসেন ও বাহার উল্যাহর নেতৃত্বে অজ্ঞাত নামা ২-৩জন দুর্বৃত্ত তার অটোরিকশায় অগ্নিসংযোগ করে। তাৎক্ষণিক বাড়ির লোকজন ছুটে এসে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় সাহাব উদ্দিনের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে থানায় মঙ্গলবার বিকালে লিখিত অভিযোগ করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, দুটি পরিবারের মধ্যে একটি মামলা চলছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফআর/অননিউজ