ফেনীর সোনাগাজীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে সোনাগাজী সরকারি ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। র্যালি শেষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী সরকারি ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবদিন ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষি উদ্যোক্তা আবু সাঈদ রুবেল।