ফেনীর সোনাগাজীতে মিমি আক্তার (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় স্বজনরা সবাই ছিলেন শিশুর মামার বিয়ের বৌ ভাতের উৎসবে ব্যস্ত। ৩১জুলাই রোববার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের দলিল ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুর পরিবার জানায়, চরদরবেশ ইউনিয়নের চরসাভিকারী গ্রামের লেদু মাঝি বাড়ির জাফর উল্যাহর স্ত্রী জেসমিন আক্তার কন্যা সন্তান নিয়ে জাফরের শ্বশুর বাড়িতে যান। শনিবার ছিল জাফরের শ্যালক বিয়ে এবং রোববার ছিল বৌ ভাতের অনুষ্ঠান।
বৌ ভাতের অনুষ্ঠান শেষে কনের স্বজনরা যার যার মত চলে গেছেন। বৌ ভাতের অনুষ্ঠান শেষে বাড়ির সবাই ছিলেন আনন্দে মাতোয়ারা। বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পুকুরে ডুবে শিশু মিমের মর্মান্তিক মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত মিমির কোন সন্ধান না পেয়ে স্বজনরা অনেক খুঁজাখুঁজির পর পুকুরের পানিতে শিশুর ভাসমান লাশ দেখতে পায়।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।