ফেনীর সোনাগাজীতে ১৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ফিরোজ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার পুলিশদল উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আবদুল শুক্কুরের নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আবদুল শুক্কুরের ছেলে। এ ঘটনায় এসআই সৌরজিৎ বড়ুয়া বাদী হয়ে সাইফুলকে আসামি করে মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে সাইফুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শান্ত/অননিউজ