নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পন, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পনে অংশ নেন, স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, ইউএনও তৌহিদ এলাহী, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ সহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর উদ্যোগে সনমান্দী ইউনিয়নে প্রায় ১৫টি স্থানে দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।