নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীদের শুক্রবার ( ১৭ জুন ) বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় বারদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সীসহ অত্র বিদ্যালয়ে শিক্ষক গান।
বক্তব্য দেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক ও শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।