দিনাজপুরের হিলিতে ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ,থ্যালাসিমেয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৩০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) বেলা ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সারসহ জটিল
রোগে আক্রান্ত রোগীদের মাঝে এসব আর্থিক সহায়তার চেক বিতরণ করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায়।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।