৯৯৯ জরুরি সেবা পেতে বগুড়ায় তিনটি গাড়ি সংযোজন
বগুড়া প্রতিনিধি।।
২০১৭ সালের ১২ই ডিসেম্বর উদ্বোধন হয় ৯৯৯ কলে জরুরি সেবার। শুরু থেকে এ পর্যন্ত ২ কোটি ৪০ লক্ষ ফোন কল পাওয়া গেছে। কিন্তু যানবাহন সংকটের কারণে জরুরি সেবা দিতে হিমশিম খাচ্ছিল পুলিশ। জেলা পুলিশের নিজস্ব উদ্দ্যোগে সংযোজন হওয়া তিনটি গাড়ি জরুরি সেবা দিতে আগের তুলনায় ত্বরান্বিত হবে। বগুড়াবাসী এখন থেকে ৯৯৯ এর জরুরি সেবা জরুরি ভিত্তিতেই পাবেন। ফোন পাওয়া মাত্রই পুলিশ কর্মকর্তা গাড়িসহ পৌছে যাবে সেবা গ্রহীতার কাছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে ৯৯৯ কলের জরুরি সেবা দিতে তিনটি গাড়ি উদ্বোধনকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.আব্দুল বাতেন কথাগুলো বলেন।
বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া বলেন, ৯৯৯ জরুরি সেবা দিতে দেশে এই প্রথম বগুড়াতেই তিনটি গাড়ি সংযোজন হলো। জেলা পুলিশের নিজস্ব উদ্দ্যোগে সংযোজন হওয়া এই তিনটি গাড়ি শুধু ৯৯৯ এর জরুরি সেবা কাজে ব্যবহার হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী,আব্দুর রশিদ, সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, ফয়সাল মাহমুদসহ অন্যরা।