অক্সিজেন সিলিন্ডার থেকে বিএসএমএমইউতে আগুন
অনলাইন ডেস্ক।।
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৬টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আনে আগুন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে অক্সিজেন সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।