টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বেলা পৌনে ১২ টায় গোপালপুর উপজেলার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোন ভোটার নেই। ভোট কেন্দ্র অনেকটা ফাঁকা। এ কেন্দ্রে ভোটার রয়েছে ৩ হাজার ৮৬০। সকাল ১০ টায় সেখানে ভোট পড়েছে মাত্র ১২২ টি। কেন্দ্রের ভিতর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টার প্রতীকের সমর্থক সাজিদ নামের এক যুবক জানান, অটোরিকশা ভাড়া করে দেয়া হয়েছে ভোটার আনার জন্য। তারপরও ভোটার আসছেনা। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১ হাজার টাকা করে ভাড়া দিতে হবে। তিনটি অটো ভাড়া করা হয়েছে।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম জানান, সকাল থেকেই ভোটার উপস্থিতি কম। দুপুরের পর থেকে ভোটার বাড়তে পারে বলে তিনি আশা করেন।
শুধু হেমনগর কেন্দ্র নয় অধিকাংশ কেন্দ্রেই এমন দশা। ভোটার উপস্থিতি খুবই কম। প্রার্থীরা ভোটার আনার জন্য চেষ্টা করছেন।
৮২টি ভোট কেন্দ্রে ২লাখ ৩১ হাজার ৩৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৬হাজার ১০৫জন, মহিলা ভোটার ১লাখ ১৫হাজার ২৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ১জন ভোটার রয়েছে।
ভাইস-চেয়ারম্যান পদে মো. মারুফ হাসান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসা. হোসেন আরা বেগম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24