কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী অধ্যাপক আবদুল মজিদ কলেজ পরিবারের পক্ষ থেকে কুমিল্লা -৩ (মুরাদনগর) আসনে সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এবং কুমিল্লা -২ (হোমনা- মেঘনা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবদুল মজিদকে সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে লালগালিচায় এক উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
কুমিল্লা -৩ (মুরাদনগর) সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, তোমরা নিজেদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। দেশের প্রধানমন্ত্রী, স্পিকারসহ গুরুত্বপূর্ণ পদে মহিলারা দায়িত্ব পালন করছেন।তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। কলেজের খেলার মাঠ সংস্কারের গুরুত্ব দেন। এবং মুরাদনগরসহ হোমনা-মেঘনাকে আমরা দুজন মিলে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো।
কুমিল্লা -২ (হোমনা-মেঘনা) আসনের অপর নির্বাচিত সংসদ সদস্য হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এখন শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার আলো থাকলে মাদকসহ সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারবে। পরিশেষে দুই সংসদ সদস্য মুরাদনগর, হোমনা মেঘনা কে তিলোত্তমা সুন্দর নগরী গড়ে তোলার অঙ্গীকার করেন।
অধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক আবদুল ওয়াদুদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, কুমিল্লা উত্তর জেলার সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুকুল ইসলাম মাসুক এবং স্থানীয় ও হোমনা মেঘনা এলাকায় নেতা কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গণিত বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোতাহের হোসেন, বাংলা বিভাগের জ্যেষ্ঠ শেখ মশিউর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক রাকিব হোসেন প্রমূখ।
এফআর/অননিউজ