কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও প্রসূতি বিদ্যা বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা.সরতাজ বেগম। মঙ্গলবার (০২ নভেম্বর ২০২১ খ্রিঃ) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন ০১/১১/২০২১খ্রিঃ প্রজ্ঞাপনে তিনি পদোন্নতির চিঠি পান।
এর আগে ডাঃ সরতাজ বেগম একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এমন অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যাপক ডাঃ সরতাজ বেগম। তিনি স্বামী এবং দুই সন্তানসহ কুমিল্লার ঝাউতলায় বসবাস করেন। স্বামী ডাঃ মোঃ জহিরুল হক। নাক, কান, গলা বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট, জেনারেল হাসপাতাল, কুমিল্লা। ছেলে ফাহিম তাজওয়ার মেডিকেল কলেজে ৪র্থ বর্ষ আর মেয়ে মাইশা হক ২য় বর্ষ কম্পিউটার সাইন্স পড়ছে।
কুমেকে যোগদানের পর থেকেই তিনি গ্রামের খেটে খাওয়া গরিব-দুঃখী মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তার সেবা নিয়ে খুশি রোগী ও স্বজনরা।
আয়েশা আক্তার/অননিউজ24