সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অর্থ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার দুজন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখার মূখ্য সংগঠক সাদিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত দুই সমন্বয়ক হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সংগঠক রাকিবুল হাসান ও সদস্য শিপন সরকার।
মূখ্য সংগঠক সাদিকুর রহমান ওই পত্রে উল্লেখ করেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, অনৈতিকভাবে অর্থ দাবি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত হওয়ায় রাকিবুল হাসানকে জেলা কমিটির সংগঠক পদ থেকে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য দেওয়া ও অপপ্রচারের জড়িত হওয়ায় শিপন সরকারকে জেলা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
সদ্য বহিষ্কৃত সংগঠক রাকিবুল হাসান বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেসব ভিত্তিহীন। এসবের একটারও প্রমাণ দিতে পারবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখার মুখ্য সংগঠক সাদিকুর রহমান বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের পরিচয় দিয়ে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। সেটা প্রমাণিত হলে অন্যদের ক্ষেত্রেও সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।