বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র অবরুদ্ধের নজির ওয়ান ইলেভেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কারাবন্দী করে মাইনাস ফর্মূলা বাস্তবায়নে সেনাসমর্থিত সরকারের কালো অধ্যায় সফল হতে দেয়নি জনগণ। আন্দোলনের মুখে বঙ্গবন্ধুকন্যাকে মুক্তি দিতে বাধ্য হয় ফখরুদ্দিন সরকার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তির পর সুধাসদনে সমানে নেতাকর্মীদের উল্লাস। এ যেনো গণতন্ত্রের মুক্তি।
বিএনপি-জামায়াতের দুঃশাসনের পর ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে ফখরুদ্দীদের নেতৃত্বে অন্তবর্তী সরকারের ক্ষমতাগ্রহণ। সংস্কারের নামে রাজনীতিকে ঘরবন্দী করে শুরু হয় শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্র।
১৬ জুলাই ভোরে ধানমন্ডির সুধাসদন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করে সরকার। আইনী প্রক্রিয়া শেষে সংসদ ভবন চত্তরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দী রাখে বঙ্গবন্ধু কন্যাকে। KSRM
শেখ হাসিনাকে অন্যায়ভাবে বন্দী করা মেনে নেয়নি জনগণ। মুক্তির দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
কারা অভ্যন্তরে বঙ্গবন্ধু কন্যার অসুস্থতার খবরে নতুন মাত্রা পায় মুক্তির আন্দোলন। জনগণের আন্দোলনে দীর্ঘ ১১ মাস পর ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে দিতে বাধ্য হয় সেনাসমর্থিত সরকার। আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “সকল অপশক্তির বিপক্ষে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়েই গণতন্ত্রের মুক্তির পথ খুঁজছিল। তাই সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে ফুঁসে উঠেছিল মানুষ। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য শেখ হাসিনার মুক্তি অনিবার্য, শেখ হাসিনার মুক্তি ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারেনা, শেখ হাসিনার মুক্তির মধ্যদিয়েই গণতন্ত্রের মুক্তি সম্ভব।”
শেখ হাসিনার মুক্তিতে অন্তবর্তীকালীন সরকারের খোলসে থাকা স্বৈরশাসকের পতনের ঘন্টা বাজে। সেই মুক্তিই যেনো অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “মূল উদ্দেশ্যই ছিল গণতন্ত্রকে প্রলব্ধিত করা, অবরুদ্ধ করা, গণতান্ত্রিক ধারাবাহিকতাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করা। সেদিনের সেই অশুভ শক্তি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার পদক্ষেপ নিয়ে এসেছিল। তারা বাঙালি জাতির গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণরূপে খর্ব করে একটি অগণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে চিরস্থায়ী করার জন্য জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল।” ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে গণতন্ত্রের নবযাত্রায় বাংলাদেশ।
এসকেডি/অননিউজ