অপারেশন ছাড়াই একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ। বুধবার (১২ আগস্ট) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূ শারমিন আক্তার উপজেলার উত্তরদা ইউনিয়নের মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।

লাকসাম জেনারেল হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, সকালে প্রসূতি ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। এরপর ডা. লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে কোনো অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। এ খবর এলাকায় জানাজানি হলে উৎসুক লোকজন হাসপাতালে ভিড় জমান। বিকেলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছেন।

এদিকে সন্তানদের বাবা মাওলানা মিজানুর রহমান জানান, এর আগে তার স্ত্রীর একটি সন্তান হওয়ার পর মারা যায়। এবার একসঙ্গে পাঁচটি সন্তান হওয়ায় তিনি আনন্দিত। স্ত্রী ও নবজাতকদের সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

আরো দেখুনঃ