বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকাহত পুরো দেশ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে শোকবার্তা ও প্রার্থনা। এবার সেই তালিকায় নাম উঠল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের। এক লাখ টাকা দিয়ে পোড়া একটি জিন্স কিনেছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তাতে আসলে আমরা সবাই মর্মাহত। সামনেই ঈদ, এমন মুহূর্তে এটা আসলে মেনে নেওয়াও কঠিন তাদের জন্য। ঈদ মানে তো আনন্দ।আর এই আনন্দের দিনে কারও যেন মন খারাপ না হয় সেজন্য ক্ষুদ্র একটা অর্থায়নের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।’
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডশনের মাধ্যমে তিনি পোড়া জিন্সটি কিনেছেন। অপূর্বর এই মানবিক কাজের জন্য নেটিজেনরা বাহবা দিচ্ছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফরহাদ/অননিউজ