অপ্রীতিকর ঘটনা এড়াতে নড়াইল মার্কাজ মসজিদে পুলিশ ও সেনা মোতায়েন

নড়াইল প্রতিনিধি।।

তাবলীগ জামায়াত নিয়ন্ত্রিত নড়াইল মার্কাজ মসজিদে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঢাকায় তাবলীগ জামায়াতের সাদপন্থী ও যুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের হতাহতের জের ধরে নড়াইলে দুই পন্থীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম। জানাগেছে, নড়াইল শহরের মহিষখোলা সিটি কলেজ এলাকায় তাবলীগ
জামায়াত নিয়ন্ত্রিত মারকাজ মসজিদেও দীর্ঘদিন ধরে সাদপন্থী ও যুবায়েরপন্থীদের মধ্যে মতবিরোধ চলে আসছে।

মার্কাজ মসজিদের মুয়াজ্জিন হেমায়েত হোসেন জানান, মার্কাজ মসজিদের ইমাম নিয়ে বিরোধের এক পর্যায়ে নড়াইলের সাবেক পুলিশ সুপার বিষয়টি নিরসন করে দেন। বর্তমান সপ্তাহের ৭ দিনের মধ্যে ৩দিন সাদপন্থী ও অপর ৩দিন যুবায়েরপন্থীদের ঈমাম নামায পড়িয়ে থাকেন।

সপ্তারের অবষ্টি ১দিন পর্যায়ক্রমে দুই গ্রæপ ভাগ করে নেন। নড়াইলের ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘ ঢাকায় সংঘটিত হতাহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সতকর্তা অবলম্বন করা হয়েছে। সে কারনে মসজিদ এলাকায় পুলিশ, ডিবি পুলিশ ও সেনা সদস্যরা রয়েছেন। দুই গ্রæপের বিরোধের কারনে শুক্রবার নির্ধাতির ঈমামের পরিবর্তে জেলা
প্রশাসক কর্তৃক নির্ধাতির ইমাম নামায পড়াবেন।’

আরো দেখুনঃ