ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাজত থেকে কোর্টে চালান করার সময় পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ মো. তুরাপ শেখ (৩২) নামে এক আসামি পালানোর ঘটনার ৮ ঘণ্টা পরে ফের গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূইয়া এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার তুরাপ শেখ উপজেলার তালমা ইউনিয়নের সদরবেরা গ্রামের রুস্তম শেখের ছেলে। তার বাড়ি কুমিল্লা হলেও তিনি নগরকান্দার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন।
এর আগে রোববার (০২ অক্টোবর) বিকেলে সদরবেড়া থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়েছিল। এর আগেও তিনি একবার র্যাবের গাড়ি থেকে পালিয়েছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার দুপুরে তুরাপকে ফরিদপুর কারাগারে পাঠানোর সময় তালমা সদরবেরা এ কে জুট মিলের সামনে পৌঁছালে সিএনজিচালিত অটো গাড়ি থেকে লাফ দিয়ে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান। পরে ঘটনাটি ছড়িয়ে পড়ায় এবং পুলিশের তৎপরতায় এদিন রাতেই নগরকান্দার সদরবেরা এলাকার একটি আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে ফরিদপুর কোর্টে প্রেরন করা হয়েছে।