অবাধ-সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় জাতিসংঘ

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন,আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ সহায়তা করতে চায়। সোমবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

গোয়েন লুইস বলেন,নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি। আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে এ বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।

তিনি আরও বলেন, আনন্দের বিষয় এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে। এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবড়ভাবে কাজ করব।

সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোন আলাপ হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘নির্বাচনেরনের সময় সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোন আলাপ হয়নি৷ এই সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।

সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব শফিউল আজিম বলেন- কোন কোন ক্ষেত্রে কো-অপারেশন করা যায়, তারা সাধারণত যে সমস্ত ফিল্ডে কাজ করে ফ্রি, ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট বা কোনো ধরনের ট্রেনিং বা আমাদের কি রিকোয়ারমেন্ট। সবকিছু নিয়েই কাজ করতে চান। যেহেতু নির্বাচন কমিশন হয়েছে। কোন কোন ক্ষেত্রে কমিশনকে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আলোচনা হয়েছে।

সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।

আরো দেখুনঃ