নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার পরে টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তার বাজার ও দক্ষিণ খড়িবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ডিমলা উপজেলা প্রশাসন।
অভিযানে নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন এবং মজুদের অভিযোগে একজন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর তফসিলভুক্ত ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি নদীর তীরবর্তী অন্তত কয়েকটি স্পট থেকে প্রায় ১২ হাজার সিএফটি পাথর জব্দ করা হয়। জব্দকৃত পাথর আইনানুগ প্রক্রিয়ায় সরকারি হেফাজতে নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান। অভিযানে সহায়তা করেন গ্রাম পুলিশ, ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুজ্জামান জানান“তিস্তা নদীর পরিবেশ ও স্বাভাবিক প্রবাহ রক্ষা করা অত্যন্ত জরুরি। অবৈধভাবে পাথর উত্তোলন নদীর ক্ষতি তো করছেই, পাশাপাশি তীরবর্তী জনপদে ভাঙন ও পরিবেশ ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়। জনস্বার্থে অপরিকল্পিত ও অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।