নীলফামারীর ডোমার উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার বেতগাড়া এলাকায় অবস্থিত 'মেসার্স এম এস বি ব্রিকস'-এ এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে ভাটার মালিক মোঃ জামিয়ার রহমানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অনুমোদন ছাড়াই কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট তৈরি করার অপরাধে ট্রাক্টর দিয়ে ভাটার বিপুল পরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব প্রদান করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে সক্রিয় সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। বিশেষ করে কৃষি জমির মাটি ব্যবহার ও লাইসেন্সবিহীন ভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com