কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র পরিবেশবাদী সংগঠন 'অভয়ারণ্য' এর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচীতে অভয়ারণ্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল দশটার দিকে শহিদ মিনার থেকে শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা পরিষ্কার করা হয়। এছাড়া অভ্যন্তরীন রাস্তায় পড়ে থাকা ময়লাও পরিষ্কার করা হয়। পাশাপাশি, যথাতথা ময়লা আবর্জনা না ফেলার জন্য শিক্ষার্থীদের সচেতন করা হয়।
অভয়ারণ্য কুবির উপদেষ্টা ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, 'প্রকৃতি আমাদের অনেক কিছু দেয় আমাদের সকল কাজ প্রকৃতি নির্ভর তাই আমাদেরও প্রকৃতির জন্য কিছু করতে হবে। এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে প্রতিনিয়ত ব্যবহৃত হয় এবং অপরিচ্ছন্ন হয়ে থাকে। তাই আজকে আমরা শহীদ মিনার ও আশেপাশের এলাকা পরিষ্কার করবো। '
অভয়ারণ্য কুবির সভাপতি তামিম মিয়া বলেন, 'আমরা অভয়ারণ্য কুবির সদস্যরা আজকে ক্যাম্পাসের একটি অংশ পরিষ্কার ও জনসচেতনতা সৃষ্টির কর্মসূচী নিয়ে নেমেছি। আশাকরি এর মাধ্যমে সকলের কাছে একটি বার্তা যাবে যে আমাদের ক্যাম্পাস আমাদের পরিষ্কার রাখতে হবে।'
কর্মসূচীতে উপস্থিত ছিলেন অভয়ারণ্য কুবির উপদেষ্টা ড. নাহিদা বেগমও। এছাড়া সংগঠন হিসেবে কর্মসূচীতে অংশগ্রহণ করেছে কুবি ডিবেটিং সোসাইটি, রোবার স্কাউট, থিয়েটার কুবি, চিত্তনামার সদস্যরাসহ অন্যান্য সংগঠনের সদস্যরা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মীরা।