বলিউডের জনপ্রিয় অভিনেতা কিয়ারা আদভানি। ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন এই তারকা। পাশাপাশি পাকাপোক্ত করেছেন নিজের জায়গাও। তবে অভিনয়ের আগে ভিন্ন এক পেশার সঙ্গে যুক্ত ছিলেন কিয়ারা।
২০১৪ সালে বলিউডে পা রাখেন কিয়ারা। তার আগে মডেলিং করেছেন তিনি। তবে কর্মজীবনের প্রথম দিকে এক স্কুলের শিক্ষিকা ছিলেন কিয়ারা!
মুম্বাইয়ের এক স্কুলের প্রধানশিক্ষিকা ছিলেন কিয়ারার মা জেনেভিভ আদভানি। মূলত সেই স্কুলেই শিক্ষিকা হিসাবে যোগ দিয়েছিলেন বিটাউনের লাস্যময়ী এই নায়িকা। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসতেন তিনি। খেলার ছলে তাদের লেখাপড়া শেখানোই ছিল অভিনেত্রীর পেশা।
শুধু বাস্তব জীবনে নয়, পর্দাতেও শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা। ‘লাস্ট স্টোরিজ’ সিনেমার প্রথম সিজনের চতুর্থ গল্পে মেঘা উপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। করণ জোহর নির্মিত সিনেমাটিতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে এক শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন কিয়ারা।
সূত্র : আনন্দবাজার
এফআর/অননিউজ