প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলতে নেমেছিলেন আলিক আথানেজ। খেলতে নেমেই নাম লেখালেন বিশ্বরেকর্ডে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন ক্যারিবীয় এ ব্যাটার।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওপেনিংয়ে নামেন আথানেজ। ঝোড়ো ব্যাটিংয়ে ৭ চার ও তিন ছক্কায় মাত্র ২৬ বলেই অর্ধশতক পূর্ণ করেন এ ওপেনার। অভিষেক ওয়ানডে ম্যাচে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ডটি এখন আথানেজের দখলে। এর আগে, ওয়ানডে অভিষেকে ২৬ বলে একই কীর্তি গড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া।
তিন ম্যাচের এই সিরিজে আরব আমিরাতকে পাত্তাই দেয়নি ক্যারিবীয়রা। সিরিজের শেষ ম্যাচেও ১৪ ওভার ৫ বল বাকি থাকতেই ৪ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা।
সিরিজের শেষ ম্যাচে ৪৫ বলে ৬৫ রানের মারকুটে এক ইনিংস খেলেছেন অভিষিক্ত ওপেনার আথানেজ। তবে রেকর্ডটি কেবলই তার করে নেওয়ার সুযোগ ছিল। ২১ বলে ৪৬ রানে ক্রিজে ছিলেন এ ওপেনার। তবে ভাগ্য বিড়ম্বনায় ২৬তম বলে গিয়ে প্রত্যাশিত অর্ধশতকের দেখা পান এ ক্যারিবিয়ান।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ দশমিক ১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৮৪ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় আমিরাত। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলেই তা পেরিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৯ বল হাতে রেখে ৪ উইকেটের এ জয়ে ৩-০ ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবীয়রা।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com