নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারী পৌরসভায় মুক্তিযোদ্ধা এক পরিবারের বাড়ির চলাচলের অমিমাংসিত জমিতে ইমারত ও প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে খালেদা জিয়া পরিবারের এক সদস্যের বিরুদ্ধ। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দিপংকর ঘোষ।
অভিযোগ ও সরজমিনে জানা গেছে, পৌরসভার হাজী মহসীন সড়কের মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী জেলা শাখার ডেপুটি কমান্ডার মৃত বীর মুক্তিযোদ্ধা অমরেন্দ্র মোহন ঘোষ এর পরিবারের চলা চল ও আয়ের উৎস ছাপা খানা যাওয়া আসার এক মাত্র রাস্তাটিতে প্রাচীর নির্মাণ করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে প্রতিবেশী খালেদা জিয়া আত্নিয় নুরুল হুদা শাহ এর ছেলে কামরুল হুদা চপল (৫৫) ও সহযোগী মৃত ছাতার ফকির এর ছেলে বাদল ফকির।
সংখ্যা লঘু ভুক্তভোগী দীপংকর ঘোষ প্রাচীন নির্মাণে বাধা দিতে গেলে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে।
দীপংকর ঘোষ জানিয়েছে, খালেদা জিয়ার ভাগ্নে শাহারিয়া ইসলাম তুহিন এর আপন চাচাতো ভাই এর খালাতো ভাই নুরুল হুদা চপল আমাদের চলাচলের একমাত্র রাস্তাটিতে প্রাচীর নির্মাণ করে আমাদের পরিবার কে অবরুদ্ধ করার চেষ্টা করছে। যাতে আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছাপা খানার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরিকল্পিত ও ইচ্ছাকৃত ভাবে একটি মুক্তিযোদ্ধা পরিবারকে হেনেস্তা ও হয়রানি করার জন্য অপ কৌশল বেছে নিয়েছে চপল। তবে পুলিশ প্রশাসন এসে কাজ বন্ধ করে দেয়ায় স্বস্থি ফিরেছে পরিবারটিতে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
এফআর/অননিউজ