নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মোহাম্মদ রকিবুল হাসান (১৭) নামে এক কিশোর।
রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ আজিবপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। রকিবুল বরগুনার বেতাগীর পূর্ব রানীপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকায় বসবাস করত।
রকিবুল হাসানের বড় বোন শারমিন বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে ছোটভাই ইজিবাইক চালিয়ে সংসারের খরচ দিয়ে আসছিল। কিন্তু কয়েকমাস আগে ট্রাকের সঙ্গে সংঘর্ষে তার ডান পা ভেঙে যায়। অর্থের অভাবে তার পায়ের চিকিৎসা বন্ধ থাকে। দিনের পর দিন সে আরও অসুস্থ হয়ে পড়ছিল। এসব বিষয় নিয়ে অনেক হতাশ ছিল রকিবুল। এ কারণেই সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক বলেন, সকালে ওই কিশোর আত্মহত্যা করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এফআর/অননিউজ