অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হয়েছে। দেশটিতে আগামী ৯ মার্চ স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায় দেশটির নির্বাচন কমিশন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এক বৈঠকে বসেন। সেই বৈঠকের পর কমিশনের পক্ষ থেকে বলা হয়, তহবিল সংকটের কারণে আগামী ৯ মার্চ স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব হচ্ছে না। নির্বাচনের পরবর্তী সময়সূচি আগামী ৩ মার্চ জানিয়ে দেওয়া হবে।
এর আগে, গত বছরের মার্চেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেবারও অর্থ সংকটের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। এই নির্বাচন আয়োজন বাবদ অন্তত ১ হাজার কোটি শ্রীলঙ্কান রুপি প্রয়োজন বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com