রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের সেক্রেটারি, কুমিল্লা সিটি কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও হলিকেয়ার মডেল স্কুলের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান রাসেলের ব্যক্তিগত উদ্যোগে কুমিল্লা নগরীর ২২নং ওয়ার্ডের দৈয়ারা, কচুয়া, লক্ষীপুর, দুর্গাপুর এলাকার তিন শতাধিক নিম্ন আয়ের মহিলাদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে দৈয়ারা দক্ষিণ পাড়া এলাকায় ওই সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হিসেবে শাড়ি কাপর, সেমাই, চিনি, বিস্কুট, নুডুলস, তরল দুধ ও ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক মাস্টার, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বলেন, হাবিবুর রহমান রাসেল দীর্ঘ দশ-বারো বছর ধরে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
এদিকে, একই স্থানে এলাকার গণ্যমান্য ও মুসল্লীদের সম্মানে ইফতারের ও দোয়ার আয়োজন করা হয়।
এফআর/অননিউজ