তিতাস প্রতিনিধি।।
অসহায় তিনটি পরিবারকে ফ্রেন্ডস ক্লাব খাদ্য সহায়তা প্রদান করেছে।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে গতকাল ২১ জুন বুধবার তিনটি (০৩) প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনটি পরিবারের মানবিক সাহায্যের আবেদনের প্রেক্ষিতে বিবেচনা করে সাহায্য প্রাপ্তির যোগ্য বিবেচিত হওয়ায় তাদেরকে এই সহায়তা প্রদান করা হয়েছে।
উত্তম মানবিক কাজে দুই মানবিক মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ও ওমান প্রবাসী ভাইদের আর্থিক সহায়তায় উত্তম মানবিক কাজটি সম্পন্ন করা হয়েছে। এসময় খাবারগুলো পৌছে দেন ফ্রেন্ডস ক্লাবের প্রধান সমন্বয়ক মোঃ সবুজ মিয়া।
এফআর/অননিউজ