নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন থেকে প্রাপ্ত অসুস্থ শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসন, এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের আয়োজনে অসুস্থতাজণিত ২১ জন শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে ১০ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোশের উপ- মহাপরিদর্শক আব্দুল কাউয়ুম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শ্রমিক ফাউন্ডেশনের কর্মকর্তাগন ও অনুদানের চেক প্রাপ্তরা উপস্থিত ছিলেন।
এসকেডি/অননিউজ