আন্তঃজেলা তালিকাভুক্ত শীর্ষ ডাকাত মকবুল হোসেন (৩৭) প্রকাশ মকবুল ডাকাত, পিতাঃ মৃত আলী হোসেন, সাংঃ মালিখিল, বেকীনগর, থানাঃ দাউদকান্দি, জেলাঃ কুমিল্লাকে গ্রেফতার পরবর্তী ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দিবাগত রাত ০১ঃ৩০ ঘটিকার সময় থানা এলাকার বেকীনগর সাকিনে অভিযান পরিচালনা করে আসামি প্রদত্ত তথ্য ও দেখানোর ভিত্তিতে একটি দেশীয় তৈরী পাইপ গান এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনায় মামলা রুজু করা হইতেছে। আসামির বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা বিচারাধীন এবং তদন্তাধীন আছে।