স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অগ্নিসন্ত্রাস করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
রোববার রাজধানীর ফার্মগেটে আধুনিক ওভার ব্রিজ উদ্বোধনকালে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ আজ দুর্বার গতিতে উন্নয়নের পথে হ্াটছে। দেশের উন্নয়নে বাধা না দিয়ে অতীতের সকল অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসুন। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার কোনো বিকল্প নাই।
অগ্নিসন্ত্রাস করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
এফআর/অননিউজ