‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি ’ এই প্রতিপাদ্য নিয়ে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল (বুধবার) সকাল ৯ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও পুরাতন ডিসি কোর্ট এলাকায় এসে শেষ হয়। এর আগে র্যালিটি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত
জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথিন্দ্র নাথ রায়, ঝিনাইদহ পৌর সভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল,আইডিইবি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ইয়াছিন আলী এবং সাধারণ সম্পাদক মুন্সি মোঃ আবু জাফর।