২০০৬ সালের ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার নৃশংসতায় শাহাদাৎ বরণকারীদের স্বরণে নড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে শাহাদাৎবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমীর অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সভায় স্মৃতিচারণ ও দিক-নির্দেশনামুলক বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক নড়াইল জেলা আমীর মাওলানা র্মিজা আশেকে এলাহী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সহকারী সেক্রেটারী মোঃ আয়ুব হোসেন খান, অধ্যাপক আব্দুস সামাদ, আবুল বাশার, জেলা র্কমপরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান, মোঃ জাকির হোসেন বিশ্বাস, মুহাম্মদ খিয়াম উদ্দিন, মোঃ আকিদুল ইসলাম, মোঃ হেমায়েতুল হক হিমু, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওঃ মিরাজুল ইসলাম, মাওঃ হাদিউজ্জামান, মাও তরিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আশেকে এলাহী বলেন, ‘মহান আল্লাহ আমাদের মুক্ত বাতাসে ১৬ বছর পরে কথা বলার সুযোগ দিয়েছেন এজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। বিগত ২০০৬ এর ২৮ শে অক্টোবর লগি বৈঠার তান্ডবের মাধ্যমে আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা তার বিচারের জন্য এখনো হৃদয় কাঁদে । আমরা এই হত্যার বিচার চাই।’
আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার নৃশংসতায় শাহাদাৎ বরণকারী, বিগত সময়ে জামায়াত ও শিবিরের শাহাদাতবরণকারী নেতাকর্মী ও ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও অসুস্থ্যদের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রায় এক হাজারের মত কর্মী উপস্থিত ছিলেন।
আই/অননিউজ২৪।।