আওয়ামী লীগের পাশে জনগণ নেই, তাই তারা জোর করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেছেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে। জনগণের ভোট ও মতামত ছাড়াই তারা দেশ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শহর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এ সংসদ সদস্য বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে মাঠে মানতে দিচ্ছে না। আন্দোলন সংগ্রাম করলেই বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও মামলার শিকার হতে হচ্ছে। এখন এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যে মানুষের কল্যাণের জন্য কথা বলা যাবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলা যাবে না, নারী নির্যাতন, ধর্ষণ, দুর্নীতি ও লুটপাট নিয়ে কথা বলা যাবে না। এ অবস্থা থেকে উত্তোরণের একমাত্র পথ হচ্ছে রাজপথের আন্দোলন। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের রাস্তায় থাকার আহŸান জানান কেন্দ্রীয় এ নেত্রী।
ঝালকাঠি সরকারি মহিলা কলেজ সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শহর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন।
শহর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট নাসিমুল হাসানকে সভাপতি ও আনিসুর রহমান তাপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সুপার ফাইভ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।