কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এবং এমপি পতœী বিশিষ্ট নারী নেত্রী মিসেস মেহেরুন্নেসা বাহারকে আগরতলায় হোটেল পলো টাওয়ার লবিতে ফুলেল শুভেচ্ছা জানান আগরতলায় নিয়োজিত বাংলাদেশের সহকারি হাই কমিশনার আরিফ মোহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন আগরতলা হাই কমিষনের প্রথম সচিব (স্থানীয়) মোঃ আল আমীন।
ভারত-বাংলাদেশ বাউল উৎসবে ত্রিপুরার আগরতলায় সস্ত্রীক ৩ দিনের সফরে আসেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। শনিবার বেলা ১১ টায় শ্রীমন্তপুর চেকপোস্টে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও মেহেরুন্নেছা বাহার কে স্বাগত জানান বাউল উৎসব আয়োজক জারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোসাহিদ আলী। ত্রিপুরা এসকে পেট্রোলিয়াম এর স্বত্বাধিকারী সুখেন্দু দেব, অল্ড্রিন সাহা ও ত্রিপুরার সোনামুড়া এলাকার সাংবাদিকবৃন্দ। ৪ ডিসেম্বর রোববার বিকেলে উদয়পুর রাজর্ষী মিলনায়তনে ভারতক-বাংলাদেশ বাউল উৎসব অনুষ্ঠিত হবে।