সময়ে আলোচিত ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী আসবেন কুমিল্লায়। আগামীকাল ১২ জানুয়ারী বৃহস্পতিবার কুমিল্লা সদর উপজেলার বলেশ্বর গ্রামে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করবেন। সে লক্ষ্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বলেশ্বর যুব সমাজ আয়োজিত ওই মাহফিলে প্রধান বক্তা থাকবেন ওয়ালী উল্লাহ আশেকী আল ক্বাদরী।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় মাহফিল শুরু হবে। এশার নামাজের পর মঞ্চে উঠবেন তাহেরী।
আয়োজকরা জানান, প্রতি বছর বলেশ্বর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্থানে এলাকাবাসী ওয়াজ মাহফিলের আয়োজন করেন। উদ্দেশ্য হলো পবিত্র ঈদে মিলাদুন্নাবী ( সাঃ) পালন ও কবরবাসীদের মাগফেরাত কামনা করা।
সেই ধারাবাহিকতায় এ বছরও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি থাকবেন এবি ব্যাংক লিমিটেডের হেড অব কার্ডস মোঃ জাকির হোসেন এবং সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড.মোঃ শরিফুল ইসলাম।