আগামীকাল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিন সন্ধ্যা ৬টায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে প্রচারের জন্য সিইসির ভাষণ রেকর্ড করা হয়। ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশনারদের সঙ্গে সিইসির কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিনিয়র সচিব সাংবাদিকদের কাছে তফসিল ঘোষণার কার্যক্রমসহ অন্যান্য বিস্তারিত তুলে ধরেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এতে ভোটারদের জন্য পৃথক দুই রঙের ব্যালটপেপার প্রস্তুত করা হয়েছে। একই দিনে দুটি জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠান হওয়ায় কমিশনকে এবার অতিরিক্ত প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে বলে জানানো হয়।

অন্যদিকে তফসিল ঘোষণার পর বেআইনি বা অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন।

সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ