আগামীকাল ৩ সেপ্টেম্বর কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন

সাইফুল ইসলাম সুমন

আগামীকাল বুধবার ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার “কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড” এর নির্বাচন। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। যার মাধ্যমে রাবার ড্যামের সঠিক ব্যবস্থাপনা সম্ভব তাকেই ভোটাররা নির্বাচিত করবেন এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল।

উক্ত নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাইফুর রহমান জমির চেয়ার প্রতিক নিয়ে এবং আব্দুল হান্নান বই প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩০৯ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত করবেন।

ভোট গ্রহন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সোমবার ১ সেপ্টেম্বর দুপুরে জুড়ী উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে নির্বাচন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ মিনার আলী, জুড়ী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সদস্য সুনীল কুমার বর্মন এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নির্বাচন কমিটির সদস্য মনিরুল ইসলাম।

সভায় “কন্টিনালা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড” এর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানান মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ মিনার আলী।

fi

আরো দেখুনঃ